skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদনশ্যুটিং শুরু 'অপরাজিত'র

শ্যুটিং শুরু ‘অপরাজিত’র

Follow Us :

অনেক প্রতিক্ষার পর পরিচালক অনীক দত্তর আগামী ছবি ‘অপরাজিত’র শ্যুটিং শুরু হল।কয়েকদিন আগেও  খবরের শিরোনামে ছিল সত্যজিৎ রায় এর বায়োপিক তৈরি করছেন অনেক দত্ত। এবং সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় , তাঁর স্ত্রী বিজয়া রায়ের চরিত্রে দেখা যাবে সায়নী ঘোষ।

তবে অনীক দত্তের কথায়, ‘অপরাজিত’ পরিচালক সত্যজিৎ রায়ের বায়োপিক নয়। সত্যজিৎ রায়কে শ্রদ্ধাজ্ঞাপনের প্রচেষ্টা মাত্র। তাই ছবির নাম ‘অপরাজিত’। আবিরের চরিত্রের নাম অপারাজিত রায়। শুরু হয়েগেছে ছবির শ্যুটিংয়ের কাজ।

বলিউডের অভিনেতা সাইফ ওমর সোয়েব কবীর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, সেই খবর কলকাতা টিভি আগেই জানিয়েছিল। ছবির শ্যুটিং নিয়ে আপাতত ব্যস্ত পরিচালক থেকে কলাকুশলীরা।ছবির গল্পে মূলত ১৯৫৫ সালের প্রেক্ষাপট। অপুর ইচ্ছা সে অন্যধারার ছবিই তৈরি করবেন। অবশেষে অপু ও তাঁর সঙ্গীরা মিলে তৈরি করল ‘পথের পদাবলী’। সব বাধা-বিপত্তি পেরিয়ে বিশ্বের দরবারে সম্মানিত হল সেই ছবি। ভারতীয় চলচ্চিত্রকে পৌঁছে দিল নতুন উচ্চতায়। সেই অখ্যান ধরা পড়বে ‘অপরাজিত’ ছবিতে। কিছুদিন আগেই পরিচালক নিজের স্যোশাল মিডিয়ায় এই ছবির মুখ্য চরিত্রে নিয়ে চিত্রনাট্য পড়ার ছবি শেয়ার করেছিলেন। ছবির মুক্তি নিয়ে এখনই কিছু জানা যায়নি। আপাতত জোর কদমে চলছে শ্যুটিং।

RELATED ARTICLES

Most Popular